Friday, December 5, 2025

খুলনার পিকচার প্যালেসের অস্থায়ী ঈদ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

খুলনা নগরীর পিকচার প্যালেস এলাকার অস্থায়ী ঈদ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগে, যা দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো মার্কেট পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আবু বকর জামান জানান, তারা ভোর ৫টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ব্যবসায়ীদের মতে, অস্থায়ী এই মার্কেটে প্রায় ৫০টির বেশি দোকান ছিল, যার মধ্যে অন্তত ২০-২৫টি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঈদ উপলক্ষে ব্যবসায়ীরা নতুন মালামাল তুলেছিলেন, যা আগুনে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

এক ব্যবসায়ী আসমা বেগম জানান, তিনি সম্প্রতি ২০ লাখ টাকার শাড়ি ও গয়না দোকানে এনেছিলেন, যা এক নিমেষেই আগুনে পুড়ে গেছে। তিনি এই বিপুল ক্ষতি কীভাবে সামলাবেন, তা নিয়ে উদ্বিগ্ন।

প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, এক বছর আগে ভেঙে ফেলা পিকচার প্যালেস সিনেমা হলের জমিতে দ্রুত গড়ে ওঠা এই অস্থায়ী মার্কেটটি অপরিকল্পিতভাবে নির্মিত হয়েছিল। এতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর