রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (১৮ মার্চ) এই বৈঠক হতে পারে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স ও তাস।
মার্কিন কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, চলতি সপ্তাহেই যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত আলোচনা হতে পারে এবং কয়েক সপ্তাহের মধ্যে সংঘাতের ইতি ঘটতে পারে।
ট্রাম্পের দূত স্টিভ উইটকফ গত বৃহস্পতিবার মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। তিনি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, ওই আলোচনা ছিল ‘ইতিবাচক’। ট্রাম্প-পুতিন বৈঠকও ফলপ্রসূ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে, সৌদি আরবে আমেরিকা ও ইউক্রেনের বৈঠকে যুক্তরাষ্ট্র ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, যা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গ্রহণ করেছেন। তবে রাশিয়া এখনো আনুষ্ঠানিকভাবে আলোচনার টেবিলে বসার সিদ্ধান্ত জানায়নি।
রাশিয়া দাবি করেছে, তারা কুর্স্ক শহর পুনর্দখল করেছে এবং ইউক্রেনীয় বাহিনীকে আত্মসমর্পণের জন্য চাপ দিচ্ছে। পুতিন জানিয়েছেন, ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে তিনি আলোচনা করতে আগ্রহী, তবে কুর্স্কে ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণ করতে হবে। জেলেনস্কি এখন পর্যন্ত এ শর্ত মানতে অস্বীকৃতি জানিয়েছেন।
অনলাইন ডেস্ক