Saturday, December 6, 2025

তুলারামপুর বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল

নড়াইল প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নড়াইলের তুলারামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সদরের তুলারামপুর এলাকায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন-জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ইউনুস আলীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ইউসুফ মোল্লা। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু,সদর উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান আলেক,সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নড়াইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমান,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনজুরুল সাঈদ বাবু, জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আলী হাসান সহ বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা নেতৃবৃন্দ। নেতারা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন। পাশাপাশি আগামি ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর