বিশ্বের ৪১টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে আগমন ও ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সরকারি নথি ও সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
সম্ভাব্য এই নিষেধাজ্ঞাকে তিনটি স্তরে ভাগ করা হয়েছে। প্রথম গ্রুপের ১০টি দেশের নাগরিকদের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা রয়েছে। এসব দেশ হলো—আফগানিস্তান, ইরান, কিউবা, উত্তর কোরিয়া, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা ও ইয়েমেন। এই নিষেধাজ্ঞা কার্যকর হলে এসব দেশের নাগরিকরা মার্কিন ভিসার জন্য আবেদন করতে পারবেন না।
দ্বিতীয় গ্রুপের পাঁচটি দেশ—ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার ও দক্ষিণ সুদানের নাগরিকরা শিক্ষার্থী ও ভ্রমণ ব্যতীত অন্য কোনো ভিসার জন্য আবেদন করতে পারবেন না।
তৃতীয় গ্রুপের ২৬টি দেশকে নির্দিষ্ট শর্ত দেওয়া হয়েছে, যা পূরণে তাদের সরকারকে ৬০ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর সম্পূর্ণ বা আংশিক নিষেধাজ্ঞা জারি হতে পারে।
উল্লেখ্য, ২০১৮ সালে প্রথম মেয়াদে ক্ষমতায় থাকার সময় ট্রাম্প সাতটি মুসলিমপ্রধান দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিলেন, যা পরবর্তীতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে স্থগিত হয়।
সাম্প্রতিক নিষেধাজ্ঞা প্রসঙ্গে জানতে চাইলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।
অনলাইন ডেস্ক