Sunday, April 27, 2025

মার্কিন যুক্তরাষ্ট্রে পোষা কুকুরের গুলিতে আহত মালিক!

মার্কিন যুক্তরাষ্ট্রের মেমফিস, টেনেসিতে নিজের পোষা কুকুরের গুলিতে আহত হয়েছেন এক ব্যক্তি। তিনি তার বান্ধবীর সঙ্গে ঘুমিয়ে ছিলেন, আর লোডেড বন্দুকটিও বিছানায় ছিল। খেলতে খেলতে কুকুরটির পা বন্দুকের ট্রিগারে আটকে যায়, ফলে দুর্ঘটনাবশত গুলি ছুটে গিয়ে তার বাঁ উরুতে লাগে।

পুলিশের রিপোর্ট অনুযায়ী, আহত ব্যক্তি বিছানায় শুয়ে ছিলেন, আর তার পোষা পিট বুল, ওরিও, লাফালাফি করার সময় বন্দুকের ট্রিগার টেনে ফেলে। এতে গুলি ছুটে গিয়ে তার পায়ে আঘাত হানে। সৌভাগ্যবশত, গুলিটি তেমন গভীরভাবে প্রবেশ করেনি, ফলে তিনি গুরুতর আহত হননি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসার পর তিনি স্থিতিশীল অবস্থায় আছেন।

আহত ব্যক্তির বান্ধবী স্থানীয় এক সংবাদমাধ্যমকে বলেন, “আমরা তখন ঘুমিয়ে ছিলাম, হঠাৎ গুলির শব্দে জেগে উঠি। আমাদের কুকুরটি খুব দুষ্টু এবং বিছানায় লাফালাফি করতে ভালোবাসে। হয়তো খেলার ছলেই এই দুর্ঘটনাটি ঘটেছে।”

তিনি আরও বলেন, “সবসময় বন্দুকের সেফটি অন রাখা কিংবা ট্রিগার লক ব্যবহার করা খুবই জরুরি।”

আমেরিকায় বন্দুক সংক্রান্ত দুর্ঘটনা প্রায়ই ঘটে, তবে পোষা প্রাণীর কারণে এমন ঘটনা খুবই বিরল। ২০২৩ সালে কানসাসে এক ব্যক্তি তার জার্মান শেফার্ড কুকুরের গুলিতে মারা যান, যখন কুকুরটি ভুল করে শিকারি বন্দুকের ট্রিগারে পা দিয়ে দেয়। এমনকি ২০১৮ সালেও আইওয়ায় এক ব্যক্তি তার পিট বুল-ল্যাব্রাডর মিশ্র জাতের কুকুরের গুলিতে আহত হয়েছিলেন।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর