ভারতে হোলি উৎসবে অশান্তি এড়াতে উত্তর প্রদেশ প্রশাসন সম্ভল জেলার ১০টি মসজিদ ঢেকে ফেলার পরিকল্পনা করেছে। আগামীকাল শুক্রবার (১৪ মার্চ) হোলি উদযাপনের সময় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এবারই প্রথমবারের মতো হোলি উৎসব ও রমজানের জুমার নামাজ একই দিনে পড়েছে। এ কারণে প্রশাসন বিশেষ সতর্কতা অবলম্বন করছে।
সম্ভলের এসপি শ্রীশ চন্দ্র জানান, হোলির ‘চৌপাই’ শোভাযাত্রার রুট চিহ্নিত করা হয়েছে, যেখানে মোট দশটি মসজিদ পড়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং কোনো উত্তেজনা রোধ করতে এসব মসজিদ ঢেকে দেওয়া হবে।
এছাড়া, জুমার নামাজ ও শোভাযাত্রার সময় পরিবর্তন করে সংঘর্ষ এড়ানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিরাগতদের মসজিদ প্রাঙ্গণে প্রবেশের অনুমতি থাকবে না, এবং পুলিশ কড়া নজরদারি রাখবে।
ঢেকে রাখা মসজিদগুলোর মধ্যে রয়েছে শাহী জামে মসজিদ, লাদানিয়া ওয়ালি মসজিদ, থানে ওয়ালি মসজিদ, একরাত মসজিদ, গুরুদুয়ারা রোড মসজিদ, গোল মসজিদসহ আরও কয়েকটি।
এ বিষয়ে সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে শান্তি সভাও অনুষ্ঠিত হয়েছে, যাতে উভয় সম্প্রদায়ের উৎসব নির্বিঘ্নে উদযাপিত হয়।
অনলাইন ডেস্ক