লায়ন নূর ইসলাম বলেন, ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশী এসো সবে ভুলি ভেদাভেদ ছড়াই মুখে হাসি। তিনি আরও বলেন, জনতার অধিকার আমার অঙ্গীকার, গণতন্ত্র ন্যায়বিচার অধিকারে কাজ করে যেতে চাই।
তিনি গণঅধিকার পরিষদের পক্ষ থেকেও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
নড়াইল ২ আসনের বাসিন্দা খায়রুল ইসলাম বলেন, লায়ন নুর ইসলাম নড়াইল-২ আসনের সর্বস্তরের জনগণের পাশে থেকে দীর্ঘদিন ধরে সেবামূলক কাজ করে যাচ্ছেন। গরিব দুঃখীর পাশে থাকছেন বিপদে-আপদে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। তিনি একজন সদা হাস্যজ্জল সাদা মনের মানুষ। তিনি ঈদ ও পুজায় গরিব দুঃখীকে সাহায্য সহযোগিতা করেন। সাহায্য চেয়ে না পেয়ে ফিরে গেছেন বা তার ব্যবহারে কষ্ট পেয়েছেন এমন কোন লোক নাই। তিনি নির্লোভী ও নিরঅহঙ্কারী নিঃস্বার্থবান লোক। এরকম একজন লোককে নড়াইল ২ আসনের জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই।
আর কে-০২