Wednesday, March 26, 2025

মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় তিনজনের ডিএনএ নমুনা সংগ্রহ

মাগুরা প্রতিনিধি: মাগুরায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় পুলিশ চার আসামির মধ্যে তিনজনের (পুরুষ) ডিএনএ নমুনা সংগ্রহ করেছে। মঙ্গলবার (১১ মার্চ) সকালে ঢাকার সিআইডির ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরিতে এই নমুনা সংগ্রহ করা হয়। একই সঙ্গে, ভুক্তভোগী শিশুর ডিএনএ নমুনাও সেখানে জমা দেওয়া হয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম জানান, আসামিদের মধ্যে একজন নারী হওয়ায় তার ডিএনএ নমুনা নেওয়া হয়নি। বাকি তিন পুরুষ আসামির ডিএনএ নমুনা সংগ্রহের জন্য তাদের ঢাকায় নেওয়া হয়েছিল। বর্তমানে আসামিদের মাগুরা জেলা কারাগারে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ (৪২), বোনের শ্বাশুড়ি জাহেদা (৪৫), বোনের স্বামী সজীব শেখ (১৮) এবং বোনের ভাসুর রাতুল শেখকে (২০) আসামি করা হয়েছে।

আসামিদের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় পুলিশ তাদের রোববার দিনের বেলা আদালতে হাজির করতে পারেনি। পরে গভীর রাতে রিমান্ড আবেদনের শুনানি হয়। আদালত মামলার প্রধান আসামি হিটু শেখকে সাত দিন এবং অন্য তিন আসামিকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বর্তমানে শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর