ফিলিপাইনের সাবেক নেতা রদ্রিগো দুতার্তেকে মঙ্গলবার (১১ মার্চ) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পাঠানো হয়েছে।
প্রেসিডেন্ট থাকাকালে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আইসিসির পরোয়ানার ভিত্তিতে তাকে ম্যানিলা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।
২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা দুতার্তের আমলে চালানো মাদকবিরোধী অভিযানে হাজারো মানুষ নিহত হন, যা বিশ্বজুড়ে নিন্দা ও সমালোচনার জন্ম দেয়।
ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এক সংবাদ সম্মেলনে বলেন, দুতার্তেকে বহনকারী উড়োজাহাজ নেদারল্যান্ডসের হেগে যাচ্ছে, যেখানে তাকে মানবতাবিরোধী অপরাধের বিচারের মুখোমুখি হতে হবে।
পুলিশের তথ্যমতে, দুতার্তের মাদকবিরোধী অভিযানে ৬,২০০ সন্দেহভাজন নিহত হন, যদিও সমাজকর্মীদের দাবি—প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। আইসিসির কৌঁসুলির মতে, নিহতের সংখ্যা ৩০ হাজারের কাছাকাছি হতে পারে।
অনলাইন ডেস্ক