Wednesday, March 26, 2025

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে গ্রেপ্তার

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) মাদকবিরোধী যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করার পর মঙ্গলবার (১১ মার্চ) তাকে রাজধানী ম্যানিলায় আটক করা হয়।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, ৭৯ বছর বয়সী দুতার্তেকে হংকং থেকে ফেরার পর ম্যানিলা বিমানবন্দরে গ্রেপ্তার করে ফিলিপাইন সরকার। এর আগে দীর্ঘদিন তিনি আপেক্ষিক দায়মুক্তি ভোগ করছিলেন।

তার শাসনামলে মাদকবিরোধী অভিযানে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ তুলেছে। তবে এ সংক্রান্ত হত্যাকাণ্ডের ঘটনায় খুব কম সংখ্যক ব্যক্তিকেই দোষী সাব্যস্ত করা হয়েছে।

এদিকে বার্তাসংস্থা রয়টার্স জানায়, দুতার্তে বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন বলে ফিলিপাইনের প্রেসিডেন্টের কার্যালয় নিশ্চিত করেছে।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর