পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের দোব্রোপিলিয়ায় রাশিয়ার হামলায় কমপক্ষে ১১ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।
শনিবার (৮ মার্চ) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৭ মার্চ) গভীর রাতের হামলায় আটটি আবাসিক ভবন এবং একটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক জরুরি পরিষেবা। শহরটি রাশিয়া-নিয়ন্ত্রিত দোনেৎস্ক শহরের উত্তর-পশ্চিমে অবস্থিত।
এছাড়া, আগুন নেভানোর সময় জরুরি কাজে নিয়োজিতদের ওপর রাশিয়ান বাহিনী দ্বিতীয়বার হামলা চালায়।
কাছাকাছি এলাকায় তীব্র লড়াইয়ের পর এ হামলা সংঘটিত হয়েছে। এর আগে, বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে রাশিয়ার হামলায় পাঁচজন নিহত হওয়ার খবর জানিয়েছিলেন ইউক্রেনীয় প্রসিকিউটররা।
অনলাইন ডেস্ক







