Wednesday, March 26, 2025

বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা: এসআই ওভারসীজ লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ

বিশেষ প্রতিনিধি: প্রতি বছর হাজার হাজার যুবক বিদেশে পাড়ি জমায় পরিবারের সচ্ছলতা আনার আশায়। কিন্তু অনেকেই রিক্রুটিং এজেন্সির প্রতারণার শিকার হয়ে কাজ না পেয়ে বিপাকে পড়েন। এমনই এক প্রতারণার অভিযোগ উঠেছে ঢাকার ‘এসআই ওভারসীজ লিমিটেড’ নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির মাধ্যমে বিদেশ গিয়ে প্রতারণার শিকার হয়েছেন অনেকে, আবার অনেকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে বিদেশ পাঠানোর প্রতিশ্রুতি রাখেনি কোম্পানিটি।

মাদারিপুর জেলার কালকিনি উপজেলার সাহেবরামপুর গ্রামের সৌদি প্রবাসী বাদল ইসলাম অভিযোগ করেছেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জানতে পারেন যে ‘এসআই ওভারসীজ লিমিটেড’ সৌদি আরবে কর্মী পাঠায়। তার পরিচিত মুছায়েদ ও শাহিন নামে দুই যুবককে সৌদি পাঠানোর জন্য তিনি কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন। ফোনে আফরোজা মিতু নামে এক নারী নিজেকে কোম্পানির মার্কেটিং অফিসার পরিচয় দিয়ে কথা বলেন। এরপর বিভিন্ন সময় চেক ও বিকাশের মাধ্যমে ৭ লাখ ৭৫ হাজার টাকা নেয় প্রতিষ্ঠানটি। কিন্তু আজ পর্যন্ত তাদের বিদেশ পাঠানো হয়নি, বরং আরও টাকা দাবি করে পাসপোর্ট আটকে রেখেছে কোম্পানিটি।

অনুসন্ধানে জানা গেছে, প্রতারণার মূল হোতা রেজা শিকদার ও আফরোজা মিতু। তারা ফেসবুকে ভুয়া পেজ খুলে বিদেশে কর্মী পাঠানোর নামে টাকা হাতিয়ে নিচ্ছে। ভিজিটিং কার্ড ও ফেসবুক পেজে তারা ভিন্ন ঠিকানা ব্যবহার করে। তাদের কার্ডে দেওয়া ঠিকানা—এআর টাওয়ার, লিফট-৪, ১৭ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা, তবে ফেসবুকে দেওয়া ঠিকানা ভিন্ন—এআর টাওয়ার, লিফট-৯, ২৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা।

তাদের ফেসবুক পোস্টের কমেন্টে অনেকেই প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এমডি রানা নামে একজন লিখেছেন, ‘এনারা কোম্পানির কথা বলে যাত্রী পাঠায়, কিন্তু কাজ দেয় না, বসিয়ে রাখে। আমার কাছ থেকে ৪ লাখ ৭০ হাজার টাকা নিয়েছে।’ অন্য একজন নুসরাত জাহান নিশাত লিখেছেন, ‘আমার ভাই এদের মাধ্যমে সৌদি গিয়েছিল, তিন মাস পর দেশে ফিরে এসেছে, কোনো কাজ পায়নি।’

বাদল ইসলাম জানিয়েছেন, তিনি প্রতারিত দুই যুবকের টাকা পরিশোধ করতে গিয়ে বিপাকে পড়েছেন। তিনি একাধিকবার কোম্পানির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা আর ফোন রিসিভ করেনি। প্রতারণার প্রমাণ হিসেবে তার কাছে চেক, বিকাশ লেনদেনের রেকর্ড ও ফোন কলের অডিও রেকর্ড রয়েছে। তিনি দেশে ফিরে আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন।

বনানী থানার ওসি রাসেল জানান, কেউ অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি বিধিমালা অনুযায়ী, কোনো রিক্রুটিং এজেন্সির দ্বারা প্রতারিত হলে ভুক্তভোগী প্রচলিত আইনে মামলা করতে পারবেন। এছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় এবং বিদেশে বাংলাদেশ মিশনের মাধ্যমে অভিযোগ দাখিল করা যাবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর