এশিয়া মহাদেশের দেশগুলোর মধ্যে সবার আগে ফাইজার ও এর পার্টনার বায়োএনটেকের করোনাভাইরাসের ভ্যাকসিন হাতে পেয়েছে সিঙ্গাপুর।
সোমবার ভ্যাকসিনটির প্রথম চালান সিঙ্গাপুরে পৌঁছায়।সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং বলেন, একটা দীর্ঘ ও কষ্টকর বছর পার করেছি। ভ্যাকসিন আসার খবর সিঙ্গাপুরবাসীকে আনন্দিত করবে আশা করি।সিঙ্গাপুর স্বাস্থ্যকর্মী, প্রবীণ এবং চিকিত্সার কারণে দুর্বল ব্যক্তিদের ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেবে। দেশটি ২০২১ সালের তৃতীয় প্রান্তিক নাগাদ ৫ দশমিক ৭ মিলিয়ন লোককে ভ্যাকসিন দেয়ার পরিকল্পনা নিয়েছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের ধারাবাহিকতায় গত সপ্তাহে ভ্যাকসিনটির অনুমোদন দেয় সিঙ্গাপুর। বেলজিয়াম থেকে সিঙ্গাপুরে ভ্যাকসিনের চালানটি পৌঁছায়। চালানটি সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি প্লেনে করে আসে।
অনলাইন ডেস্ক







