ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আয়ু আর ২-৩ বছর আছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, ২০২৭ থেকে ২০২৯ সালের মধ্যে বিজেপির রাজনৈতিক অধ্যায় শেষ হয়ে যাবে।
আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের লক্ষ্য ২১৫টির বেশি আসন জয়, এমনটাই জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক দলীয় মহাসমাবেশে কর্মীদের উদ্দেশে এই বার্তা দেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী।
মমতা অভিযোগ করেছেন, বিজেপি বারবার কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে পশ্চিমবঙ্গের বদনাম করছে। নির্বাচনের আগে এসব তৎপরতা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তার বক্তব্য, “বিজেপি সব মিডিয়াকে নিয়ন্ত্রণ করে, ইডি-সিবিআই দিয়ে ভয় দেখায়। নির্বাচন এলেই তৃণমূলের চার্জশিট বানায়, কাকে চোর বলা হবে, কাকে জেলে পাঠানো হবে—এসব পরিকল্পনা করে।”
মমতার দাবি, বিজেপি পাঞ্জাব-হরিয়ানার বহু লোকের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় যুক্ত করছে, যা নির্বাচন কমিশনের আশীর্বাদেই সম্ভব হচ্ছে।
তিনি বলেন, “ভোটার তালিকা পরিষ্কার করতে হবে। নয়তো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। প্রয়োজনে নির্বাচন কমিশনের দপ্তরে ধর্না দেব।”
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী করতে কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান মমতা।
তিনি বলেন, “এবার বিজেপি, কংগ্রেস, সিপিএমের জামানত জব্দ করতে হবে। ২০২৬-এ আবার খেলা হবে।”
এছাড়া, মহারাষ্ট্র ও দিল্লিতে বিজেপির বিরুদ্ধে লড়াই করা সম্ভব হয়নি বলেও উল্লেখ করেন তিনি। তবে বাংলায় বিজেপির বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অনলাইন ডেস্ক







