রাতদিন নিউজ ডেস্ক: ভারতের দিল্লি হাই কোর্ট এক ধর্ষণ মামলায় যুগান্তকারী রায় দিয়েছে। এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার ভিত্তিতে ধর্ষণের অভিযোগ থেকে এক যুবককে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
২০১৪ সালে ভারতের দিল্লিতে ঘটে যাওয়া এই ঘটনায়, ১৭ বছর বয়সী এক কিশোরীর বাবা অপহরণ ও ধর্ষণের অভিযোগে ১৯ বছরের এক তরুণের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ তদন্তের পর তরুণকে গ্রেফতার করা হয় এবং নিম্ন আদালত তাকে সাত বছরের কারাদণ্ড দেন।
তবে সম্প্রতি দিল্লি হাই কোর্টে শুনানির পর বিচারপতি জসমীত সিং রায়ে বলেন, ‘‘এই ঘটনা এক তরুণ-তরুণীর প্রেমের সম্পর্কের অংশ, যেখানে দু’জনের সম্মতিতেই শারীরিক সম্পর্ক হয়েছিল।’’ তিনি আরও বলেন, ‘‘এই সম্পর্ক যদি প্রাপ্তবয়স্কদের মধ্যে ঘটত, তাহলে মামলাটি আদৌ গড়াত কি না, তা ভাবার বিষয়।’’
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ওই কিশোরী ও যুবক পূর্বপরিচিত ছিলেন এবং নিজেদের ইচ্ছাতেই সম্পর্কে জড়িয়েছিলেন। পরে মেয়েটি তার বাবার কারণে মামলায় জড়ায়। বিচারপতির মতে, ‘‘প্রেম একটি মৌলিক মানবিক অনুভূতি, যা কিশোর-কিশোরীদের ক্ষেত্রেও প্রযোজ্য। আইনকেও এই সম্পর্কগুলিকে সম্মান জানাতে হবে।’’
এই রায়ের ফলে অভিযুক্ত তরুণকে পকসো আইনের (Protection of Children from Sexual Offences Act) আওতায় দেওয়া সাজা বাতিল করা হয়েছে এবং তিনি সম্পূর্ণ মুক্তি পেয়েছেন।
ভারতে এই রায় নিয়ে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ একে আইনের আধুনিক ব্যাখ্যা বলছেন, আবার কেউ বলছেন, এটি ভবিষ্যতে জটিলতা তৈরি করতে পারে।







