Saturday, December 6, 2025

ইউএসএইডের ২০০০ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত: অধিকাংশ কর্মী ছুটিতে

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএইড)-এর প্রায় ২০০০ কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইউএসএইডের অধিকাংশ কর্মীকে রোববার মধ্যরাত থেকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। এ সিদ্ধান্তের অংশ হিসেবে প্রায় ২০০০ কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। কর্মচারীদের কাছে পাঠানো একটি ইমেইলে বলা হয়েছে, “জনবল কমানোর” প্রচেষ্টায় এই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাথমিকভাবে ইউএসএইডের হাজার হাজার কর্মীকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে ওই পদক্ষেপটি আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়। এর পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক সাময়িকভাবে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা স্থগিত করেছিলেন। কিন্তু গত শুক্রবার বিচারক রায় দিয়েছেন যে, এই স্থগিতাদেশ স্থায়ী হবে না, ফলে প্রশাসনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা বাস্তবায়িত হবে।

ইমেইলে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, গুরুত্বপূর্ণ কার্যাবলী বা নেতৃত্বের দায়িত্বে থাকা “মনোনীত কর্মীদের” ছুটিতে পাঠানো হবে না। তবে, কতজন কর্মীকে গুরুত্বপূর্ণ হিসেবে গণ্য করা হবে, তা এখনও পরিষ্কার নয়।

এছাড়া, ইউএসএইড বিদেশি কর্মীদের স্বেচ্ছায় দেশে ফিরে যাওয়ার জন্য তহবিল প্রদান করবে বলে জানানো হয়েছে।

এই পদক্ষেপটি এলো সেই সময়, যখন ট্রাম্প প্রশাসন প্রাথমিকভাবে ইউএসএইড কর্মীদের সংখ্যা ব্যাপকভাবে কমানোর পরিকল্পনা গ্রহণ করেছিল। যদিও আদালতের সিদ্ধান্তের পর এটি অবশেষে বাস্তবায়িত হচ্ছে।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর