Saturday, December 6, 2025

নাগপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের জরুরি অবতরণ

ঢাকা থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ফ্লাইটটিতে ৩৯৬ জন যাত্রী ও ১২ জন ক্রু সদস্য ছিলেন।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, বুধবার (১৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে প্রযুক্তিগত সমস্যার কারণে ফ্লাইটটি ডাইভার্ট করা হয় এবং পরে নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

নাগপুর বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে তাদের দুবাই পাঠানো হবে।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর