Wednesday, March 26, 2025

সাত মাসের শিশুকে ধর্ষণ: আসামির ফাঁসি

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বড়তলা থানা এলাকায় সাত মাসের এক শিশুকন্যাকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত রাজীব ঘোষকে মাত্র ৮০ দিনের মধ্যে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ব্যাঙ্কশাল আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এবং মঙ্গলবার চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ডের নির্দেশ দেন বিচারক ইন্দ্রিলা মুখোপাধ্যায় মিত্র। তিনি ঘটনাটিকে ‘বিরলের মধ্যে বিরলতম’ বলে উল্লেখ করে সর্বোচ্চ শাস্তির আদেশ দেন।

ঘটনার ৮০ দিনের মধ্যে বিচার সম্পন্ন হওয়ার পাশাপাশি আদালত নির্যাতিত শিশুর পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

২০২৩ সালের ডিসেম্বর মাসে কলকাতার বড়তলা থানা এলাকার ফুটপাতে এক শিশু কাঁদতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। শিশুটির গোপনাঙ্গে একাধিক ক্ষত চিহ্ন ছিল। তদন্তে জানা যায়, তার বাবা-মা থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ করেছিলেন। ঘটনার পরপরই পুলিশের তদন্তে উঠে আসে অভিযুক্ত রাজীব ঘোষের নাম।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ অভিযুক্তকে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থেকে গ্রেপ্তার করে। তদন্তে গেট প্যাটার্ন মেথড ও রাইট ব্লকার সিস্টেম ব্যবহার করে তার বিরুদ্ধে অপরাধের প্রমাণ সংগ্রহ করা হয়। মাত্র ২৬ দিনের মধ্যে চার্জশিট দাখিল করে পুলিশ। এরপর দ্রুত বিচার প্রক্রিয়া শেষ হয় এবং ৮০ দিনের মধ্যেই আদালত চূড়ান্ত রায় ঘোষণা করে।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর