Wednesday, March 26, 2025

খুলনা থেকে যশোরের সিরাজ নিখোঁজ

খুলনা থেকে যশোর ফেরার পথে সিরাজ উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তিনি শহরের খালদার রোড এলাকার বাসিন্দা। এ ঘটনার ১৪ ফেব্রুয়ারি নিখোঁজের পরিবার থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, ১৩ ফেব্রুয়ারি খুলনার তার মেয়ের বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠান শেষে এক আত্মীয় বাড়ি তেকে বের হন ট্রেন যোগে যশোর ফেরার জন্য। কিন্তু তিনি আর বাড়িতে ফেরেননি। বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে সন্ধান করেও তার খোঁজ পাওয়া যায়নি। পরে পরিবারের লোকজন থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। নিখোঁজের সময় তার পরনে নীল শার্ট ও চেট লুঙ্গি পরা ছিলেন। কেউ সন্ধান গেলে ০১৩১৯-৪০০৪৭৭ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর