প্রখ্যাত ভারতীয় বাঙালি শিল্পী, গীতিকার এবং সুরকার প্রতুল মুখোপাধ্যায় ৮৩ বছর বয়সে আজ শনিবার (ফেব্রুয়ারি ১৫, ২০২৫) সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরে অসুস্থতার সাথে লড়াই করছিলেন এই গুণী শিল্পী।
প্রতুল মুখোপাধ্যায়ের প্রয়াণে বাংলা সংগীত জগতে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। “আমি বাংলায় গান গাই” গানটির জন্য তিনি আজও মানুষের হৃদয়ে অমর হয়ে আছেন। এছাড়াও, “ডিঙা ভাসাও সাগরে” সহ আরও অসংখ্য জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন।
১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহন করেন প্রতুল মুখোপাধ্যায়। দেশভাগের পর তার পরিবার ভারতে চলে যায়। জীবনের শুরু থেকেই তিনি গান লেখা এবং সুর দেয়ার প্রতি আগ্রহী ছিলেন।
প্রতুল মুখোপাধ্যায়ের জনপ্রিয় অ্যালবামগুলির মধ্যে রয়েছে “পাথরে পাথরে নাচে আগুন”, “যেতে হবে”, “ওঠো হে, স্বপ্নের ফেরিওয়ালা”, “তোমাকে দেখেছিলাম” ইত্যাদি।
তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাংলা সংগীত জগতে। গুণমুগ্ধ ভক্ত ও শ্রোতারা হারিয়েছেন তাদের প্রিয় শিল্পীকে।