ইসরায়েল সরকার আজ শনিবার যুদ্ধবিরতির অংশ হিসেবে ৩৬৯ জন ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিচ্ছে। এর বিনিময়ে গাজা উপত্যকার নিয়ন্ত্রক সশস্ত্র গোষ্ঠী হামাস ৩ ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দিচ্ছে।
হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড এবং ফিলিস্তিনি কারাবন্দিদের সহায়তা প্রদানকারী সংস্থা প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স মিডিয়া অফিস পৃথক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
প্রিজনার্স মিডিয়া অফিস জানায়, মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের মধ্যে ৩৩৩ জন গাজার বাসিন্দা, যাদের ২০২৩ সালের অক্টোবরের পর বিভিন্ন সময়ে আটক করা হয়েছিল। বাকি ৩৬ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত।
অন্যদিকে, হামাস গতকাল ইসরায়েল সরকারের কাছে যে তিন জিম্মির নাম পাঠিয়েছে, তারা হলেন সাশা ত্রোউফানভ, সাগুই দেকেল-শেন এবং আয়ার হর্ন। ২০২৩ সালে হামাসের হামলার সময় এদের অপহরণ করা হয়েছিল।
হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, মুক্তি প্রক্রিয়া যথাযথ নিয়মে সম্পন্ন করা হবে, যা ফিলিস্তিনের সংস্কৃতি ও ইসলামের শিক্ষার প্রতিফলন ঘটাবে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালিয়ে ১২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। জবাবে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে, যা ১৫ মাস ধরে চলতে থাকে। এতে নিহত হয়েছেন ৪৮ হাজারেরও বেশি মানুষ এবং আহত হয়েছেন ১ লাখ ১১ হাজারের বেশি।
যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারীদের চাপে ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয়। গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতির আওতায় ৫ দফায় ১৬ জন ইসরায়েলি জিম্মিকে মুক্ত করেছে হামাস, বিনিময়ে ৭৬৬ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল।
অনলাইন ডেস্ক