যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা দপ্তরের (ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির সাবেক নেত্রী তুলসী গ্যাবার্ড। দেশটির কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট গতকাল বুধবার ভোটের মাধ্যমে তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছে।
জাতীয় গোয়েন্দা দপ্তর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কার্যক্রমের সর্বোচ্চ তদারকি সংস্থা, যার অধীনে সিআইএ, এফবিআইসহ ১৮টি গোয়েন্দা সংস্থা কাজ করে। এসব সংস্থার মোট কর্মী সংখ্যা ৭০ হাজারেরও বেশি। এখন থেকে তুলসী গ্যাবার্ডই এই গোয়েন্দা নেটওয়ার্কের শীর্ষ দায়িত্ব পালন করবেন।
সিনেটে তার নিয়োগ নিশ্চিত করতে ১০০ জন সদস্যের মধ্যে ৫২ জন ভোট দেন পক্ষে।
তুলসী গ্যাবার্ডের জন্ম ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রের অ্যামেরিকান সামোয়ার তুতুলিয়ায়। তার বাবা মাইক গ্যাবার্ড ডেমোক্রেটিক পার্টির জ্যেষ্ঠ নেতা ও সিনেট সদস্য।
হাওয়াইয়ের লিওয়ার্ড কমিউনিটি কলেজে পড়াশোনা শুরু করলেও তা সম্পন্ন না করে ২০০৩ সালে তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অন্তর্ভুক্ত প্রতিরক্ষা সংস্থা হাওয়াই আর্মি ন্যাশনাল গার্ডে যোগ দেন। ২০০৪ সালে মার্কিন সেনাবাহিনীর মেডিকেল শাখার সদস্য হিসেবে তিনি ইরাকে যান। পরে ২০০৯ সালে হাওয়াই প্যাসিফিক বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেন।
সামরিক বাহিনীতে দীর্ঘদিন কাজ করার পর তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে অধিষ্ঠিত হন।
২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত দুই মেয়াদে তিনি হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য ছিলেন এবং ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধিত্ব করেন। ২০২২ সালে দলটি ছাড়ার পর ২০২৪ সালে রিপাবলিকান পার্টিতে যোগ দেন।
২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদে মনোনয়ন চেয়ে ব্যর্থ হন তিনি। পরে স্বতন্ত্র প্রার্থী হলেও ট্রাম্পকে সমর্থন জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন।
অনলাইন ডেস্ক