Saturday, December 6, 2025

স্ত্রীর সঙ্গে জোরপূর্বক বিকৃত যৌনতার অভিযোগ শাস্তিযোগ্য নয়

ভারতের ছত্তিশগড় হাইকোর্ট এক রায়ে জানিয়েছে যে, স্বামী যদি তার প্রাপ্তবয়স্ক স্ত্রীর সঙ্গে সম্মতি ছাড়া অস্বাভাবিক যৌনাচার করেন, তবে সেটি শাস্তিযোগ্য অপরাধ নয়।

এক মামলায়, স্বামীর সঙ্গে অস্বাভাবিক যৌন সম্পর্কের পর হাসপাতালে মৃত্যুবরণ করেন এক নারী। ডাক্তাররা জানিয়েছেন, এই যৌনাচারের ফলে তার পেরিটোনাইটিস এবং রেকটাল ছিদ্র হয়ে গিয়েছিল। নিম্ন আদালত স্বামীকে দোষী সাব্যস্ত করলেও হাইকোর্ট তাকে রেহাই দিয়েছে।

হাইকোর্ট জানিয়েছে, ভারতীয় আইনের অধীনে স্বামীর বিরুদ্ধে ৩৭৬ এবং ৩৭৭ ধারার অভিযোগ আনা যাবে না। আদালত আরও বলেছে, ১৫ বছর বা তার বেশি বয়সী স্ত্রীর সঙ্গে স্বামীর কোনও যৌন মিলন বা যৌন কাজকে ধর্ষণ হিসেবে গণ্য করা যাবে না।

এদিকে, ভারতের সুপ্রিম কোর্টে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে বিবেচনার বিষয়ে শুনানি চললেও তা আপাতত স্থগিত রয়েছে। কেন্দ্রীয় সরকার মনে করে, বিবাহের সুরক্ষা অপরিহার্য এবং বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসাবে গণ্য করার প্রয়োজন নেই।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর