Monday, April 28, 2025

মোদিকে অগ্রাহ্য করলেন ম্যাক্রোঁ

প্যারিসে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অগ্রাহ্য করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে করমর্দনের সময় মোদিকে এড়িয়ে যান ম্যাক্রোঁ। তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এআই সম্মেলনে বিশ্বনেতাদের স্বাগত জানাতে ফরাসি প্রেসিডেন্ট উপস্থিত হন। তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ অন্যান্য নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেও, মোদির বাড়ানো হাত উপেক্ষা করেন।

এ ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে। কেউ এটিকে কূটনৈতিক অবজ্ঞা হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি অনিচ্ছাকৃত হতে পারে।

তবে ফরাসি বা ভারতীয় সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্যারিসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর আমন্ত্রণে এলিসি প্যালেসে আয়োজিত এক নৈশভোজের সাইডলাইনে তারা বৈঠক করেন, যেখানে মোদি ভ্যান্সকে তার নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানান।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর