শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, বাংলাদেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় যত মানুষ মারা যায়, যুদ্ধের সময়ও এত মানুষ মারা যায় না। বুধবার খুলনার পাইকগাছায় সড়ক দুর্ঘটনা রোধে নিরাপদ সড়ক চাই উপজেলা কমিটির উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইলিয়াস কাঞ্চন বলেন, সড়ক দুর্ঘটনা একটি জাতীয় সমস্যা। এই সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। তিনি বলেন, চালকদের বেপরোয়া গাড়ি চালানো এবং পথচারীদের অসচেতনতাই সড়ক দুর্ঘটনার প্রধান কারণ।
কপিলমুনি ধান্য চত্ত্বরে নিসচা উপজেলা সভাপতি এইচ এম শফিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা- ৬ আসনের জামায়াতের সম্ভাব্য এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ, নিসচা’র মহাসচিব আজাদ হোসেন, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল,সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন।
নিসচা উপজেলা সহ-সভাপতি আব্দুল আজিজের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলী। এসময় ইলিয়াস হোসেন,জামায়াত নেতা বুলবুল আহমেদসহ নিসচার উপজেলা কমিটির অন্যান্য সদস্যরা এবং বিএনপি ও জামায়াতের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এই সমাবেশে বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন এবং নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।