Monday, April 28, 2025

দিল্লির বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয় বিজেপি’র

ভারতের রাজধানী নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর মধ্য দিয়ে দুই দশকের বেশি সময় পর দিল্লির ক্ষমতায় ফিরলো বিজেপি।

শনিবার অনুষ্ঠিত নির্বাচনের ছয় ঘণ্টার গণনায় দেখা গেছে, ৭০ আসনের দিল্লি বিধানসভায় ৪৮টি আসনে জয় নিশ্চিত করেছে বিজেপি। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৩৬ আসনের চেয়েও অনেক বেশি আসন পাওয়ায় বিজেপির এই জয় ঐতিহাসিক বলে মনে করা হচ্ছে।

নির্বাচনে আম আদমি পার্টি (এএপি) পেয়েছে ২২টি আসন। তবে কংগ্রেস পুরোপুরি বিপর্যস্ত হয়ে কোনো আসনেই জয় পায়নি।

বিজেপির এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এক পোস্টে তিনি বলেন, “বিজেপির ঐতিহাসিক বিজয়ে সকল ভাই-বোনদের আমার স্যালুট এবং অভিনন্দন। দিল্লির সর্বাত্মক উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নত করার জন্য কোনও প্রচেষ্টাই বাদ রাখবো না।”

দুই দশকের বেশি সময় পর দিল্লির ক্ষমতায় ফেরা বিজেপির নেতাকর্মীরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন। দলীয় সদর দপ্তরে জড়ো হয়ে বিজয় উৎসবে মেতে উঠেছেন তারা।

প্রসঙ্গত, ২০২০ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি ৬২ আসনে জয় পেয়ে সরকার গঠন করেছিল। তার আগের নির্বাচনে ২০১৫ সালেও দলটি ৬৭টি আসন পেয়ে বিপুল ব্যবধানে জয়ী হয়েছিল। তবে এবারের নির্বাচনে বিজেপির প্রচারের সামনে টিকতে পারেনি কেজরিওয়ালের দল।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর