দীর্ঘ ৩২ বছর পর ভারতের রাজধানী দিল্লির বিধানসভা নির্বাচনে জয়ের আভাস পাচ্ছে বিজেপি। বুথফেরত জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, দিল্লির ৭০টি আসনের মধ্যে প্রায় ৪১টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে, ক্ষমতাসীন আম আদমি পার্টি (আপ) ২৮টি আসনে এবং কংগ্রেস ১টি আসনে এগিয়ে রয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা ভোটগ্রহণ সম্পন্ন হয়। আজ শনিবার নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফল ঘোষণার কথা রয়েছে। সরকার গঠনের জন্য কোনো দল বা জোটকে অন্তত ৩৬টি আসনে জয়ী হতে হবে।
বিজেপির দিল্লি শাখার প্রেসিডেন্ট বীরেন্দ্র সাচদেব শনিবার সকালে এক সংবাদ ব্রিফিংয়ে জানান, তারা ৫০টি আসনে জয়ী হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি বলেন, “অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন দুর্নীতিগ্রস্ত, নৈরাজ্যবাদী এবং অদক্ষ আপ সরকার দেখে দেখে দিল্লিবাসী বিরক্ত। তারা পরিবর্তন চান এবং ভোটের মাধ্যমে সেই বার্তা দিচ্ছেন।”
বুথফেরত জরিপ অনুযায়ী, দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা, মনীষ সিসোদিয়া, গৌতম ভরদ্বাজসহ আপের বেশ কয়েকজন শীর্ষ নেতা তাদের নিজ নিজ আসনে বিজেপি প্রার্থীদের থেকে পিছিয়ে রয়েছেন। এমনকি আপের প্রেসিডেন্ট এবং দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও গণনার প্রথম পর্যায়ে পিছিয়ে ছিলেন, পরে অবশ্য এগিয়ে আসেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি রেকর্ড ৬৭টি আসনে জয়ী হয় এবং ২০২০ সালের নির্বাচনে ৬২টি আসনে জয় পেয়ে সরকার গঠন করে। তবে, এর আগে ১৯৯৩ সালে বিজেপি সর্বশেষ দিল্লির বিধানসভা নির্বাচনে জয় পেয়েছিল। এরপর পাঁচ বছরে তিনবার মুখ্যমন্ত্রী বদল করতে হয় বিজেপিকে—মদন লাল খুরানা, সাহেব সিং ভার্মা এবং সুষমা স্বরাজের নেতৃত্বে সরকার পরিচালিত হয়। সেই সময় পেঁয়াজের চড়া দাম বিজেপির জনপ্রিয়তায় প্রভাব ফেলে বলে মনে করা হয়।
তিন দশকের দীর্ঘ অপেক্ষার পর দিল্লির মসনদে বিজেপি ফিরতে পারবে কিনা, তার চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে আজকের আনুষ্ঠানিক ফলাফলের ওপর।
অনলাইন ডেস্ক