ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) তিনি এ সংক্রান্ত প্রশাসনিক নির্দেশে সই করেন।
নির্দেশে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইসিসি ভিত্তিহীন তদন্ত পরিচালনা করেছে এবং নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারি করে তাদের ক্ষমতার অপব্যবহার করেছে।
২০২৩ সালের অক্টোবরে হামাস ইসরায়েলে হামলা চালানোর পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। এরপর আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কঠোর অবস্থান নেয়।
ট্রাম্পের নিষেধাজ্ঞার ফলে আইসিসির কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। নির্দেশে আরও বলা হয়েছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, এবং তাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইসিসির পদক্ষেপ একটি বিপজ্জনক নজির হয়ে থাকবে।
অনলাইন ডেস্ক