Monday, April 21, 2025

আমরা গাজাতেই থাকব এবং গাজাতেই মরব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সাধারণ মানুষকে স্থায়ীভাবে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছেন এবং গাজা দখলেরও হুমকি দিয়েছেন। তবে গাজার মানুষ তার এই প্রস্তাব সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এক ফিলিস্তিনি নারী বলেন, “আমরা গাজাতেই থাকব এবং গাজাতেই মরব। দেড় বছরের যুদ্ধ, মৃত্যু ও ধ্বংসের পরও আমরা টিকে আছি। এই ভূমি ছাড়ার প্রশ্নই আসে না।”

গত মঙ্গলবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প গাজার সাধারণ মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়ার কথা বলেন। তার এই মন্তব্যের পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। সমালোচকরা বলছেন, ইসরায়েলের ফিলিস্তিনি জাতিগত নিধনের পরিকল্পনাকে সরাসরি সমর্থন করছেন ট্রাম্প।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, তিনি গাজা উপত্যকার দীর্ঘমেয়াদী মার্কিন মালিকানার প্রত্যাশা করেন এবং সেখানে অর্থনৈতিক পুনর্গঠনের পরিকল্পনা করছেন। তবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি ট্রাম্পের এই বক্তব্যকে ‘হাস্যকর ও অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন।

আবু জুহরি বলেন, “গাজার বাসিন্দারা এই পরিকল্পনা কখনই বাস্তবায়ন করতে দেবে না। ট্রাম্পের বক্তব্য অঞ্চলটিতে বিশৃঙ্খলা ও উত্তেজনা সৃষ্টি করবে।”

অনলাইন ডেস্ক/আর কে-০৩

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর