Wednesday, February 19, 2025

গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ২০ ফিলিস্তিনির লাশ উদ্ধার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ধ্বংসস্তূপ থেকে আরও ২০ জন ফিলিস্তিনির লাশ উদ্ধার করেছে সিভিল ডিফেন্স উদ্ধারকারী দল। উত্তর গাজার শেখ জায়েদ শহরে একটি ধ্বংসপ্রাপ্ত স্কুলের কাছে একটি পরিত্যক্ত জমিতে বালির স্তূপের নিচ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া এক কর্মী জানান, দক্ষিণ গাজা উপত্যকা থেকে ফিরে আসা বাস্তুচ্যুতদের জন্য আশ্রয় শিবির তৈরি করার সময় এই মরদেহগুলো পাওয়া যায়।

একজন উদ্ধারকারী নাম প্রকাশ না করার শর্তে জানান, ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনিদের হত্যা করে এই স্থানে মাটিচাপা দিয়ে রেখেছিল। মৃতদেহগুলো অনেক দিন আগের হওয়ায় এখনও সেগুলো শনাক্ত করা সম্ভব হয়নি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে বিভিন্ন ধ্বংসস্তূপ ও রাস্তায় পড়ে থাকা ৪৮৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত ৪৭ হাজার ৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া, আহতের সংখ্যা ১ লাখ ১১ হাজার ছাড়িয়ে গেছে।

এদিকে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত নভেম্বরে গাজায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

অনলাইন ডেস্ক/আর কে-০৪

- বিজ্ঞাপন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর