আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় জাতীয় স্কুল, মাদ্রাসা, কারিগরি ও ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলা পর্যায়ে ক্রিকেট প্রতিযোগিতায় ঐতিহ্যবাহী ঝিকরগাছা সরকারি বহুমুখী (এম.এল) মডেল হাই স্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
স্থানীয় বিএম হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনালে ঝিকরগাছা সরকারি বহুমুখী (এম.এল) মডেল হাই স্কুল এবং ঝিকরগাছা বদরুদ্দিন মুসলিম (বি.এম) হাই স্কুল একে অপরের মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ খেলায় ঝিকরগাছা সরকারি বহুমুখী (এম.এল) মডেল হাই স্কুল নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ৫০ রান সংগ্রহ করে।
জবাবে ঝিকরগাছা বদরুদ্দিন মুসলিম (বি.এম) হাই স্কুল জয়ের জন্য ৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৪৯ রানে তাদের ইনিংস শেষ করে। ফলে ১ রানের ব্যবধানে জয়লাভ করে ঝিকরগাছা সরকারি বহুমুখী (এম.এল) মডেল হাই স্কুল।
এই স্মরণীয় জয়ে সর্বোচ্চ ২২ রান করে ঝিকরগাছা সরকারি বহুমুখী (এম.এল) মডেল হাই স্কুলের খেলোয়াড় মহিব হোসেন ম্যান অফ দা ম্যাচের পুরস্কার লাভ করেন।
খেলাটি উপভোগ করার জন্য মাঠে উপস্থিত ছিলেন ঝিকরগাছা বদরুদ্দিন মুসলিম (বি.এম) হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ, সহকারী প্রধান শিক্ষক নাজমুল আলম, কাশিপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সবুর, ঝিকরগাছা সরকারি বহুমুখী (এম.এল) মডেল হাই স্কুলের ক্রীড়া শিক্ষক দেবাশীষ বিশ্বাস, উপজেলা ক্রীড়া সমিতির সহ-সাধারণ সম্পাদক মাস্টার আবু হাসান, লাউজানী এন.এম মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ইসমাইল হোসেন ড্যানী, আটুলিয়া মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মিজানুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষার্থীবৃন্দ।
এই অর্জনের বিষয়ে ঝিকরগাছা সরকারি বহুমুখী (এম.এল) মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ বলেন, “আমাদের স্কুলের শিক্ষার্থীরা সর্বদা সুনামের সাথে স্কুলের মান অক্ষুন্ন রেখে চলেছে। তাদের এই অর্জনে আমরা গর্বিত। আমার পক্ষ হতে সকল শিক্ষার্থীদের জন্য দোয়া ও ভালোবাসা রইলো।”







