ঋণের বোঝা কমাতে এবং মালয়েশিয়া যাওয়ার জন্য নিজেকে অপহৃত করার নাটক সাজিয়েছিলেন মোহাম্মদ ইদ্রিস। তিনি নিজের হাত-পা বাঁধা ছবি স্ত্রীর কাছে পাঠিয়ে মুক্তিপণ দাবি করেন। তবে পুলিশের তদন্তে তার এই চালবাজি ধরা পড়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরের মোহরার বালুর টাল এলাকা থেকে ইদ্রিসকে উদ্ধার করা হয়। তার বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলায়।
পুলিশ জানায়, গত ২৪ জানুয়ারি ইদ্রিস আত্মগোপন করে তার স্ত্রীকে ফোন করে অপহৃত হওয়ার কথা জানায়। মুক্তিপণ হিসেবে ৩০ লাখ টাকা দাবি করে। পরিবারের পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হলে তদন্ত শুরু হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, ইদ্রিস বিভিন্ন ব্যক্তির কাছে ঋণগ্রস্ত ছিল। ঋণ পরিশোধ করতে না পারায় এবং মালয়েশিয়া যাওয়ার জন্য অর্থের প্রয়োজন বোধ করে সে এই ষড়যন্ত্র করে।
পুলিশের তদন্তে ইদ্রিসের স্ত্রীর ছোট বোনের স্বামী নবী হোসেনের সাথে তার যোগাযোগের বিষয়টি জানা যায়। নবী হোসেনকে আটক করে পুলিশ ইদ্রিসের সন্ধান পায়।
ইদ্রিস স্বীকার করেছে যে, সে নিজেই এই নাটক সাজিয়েছে। সে দোকান থেকে রশি কিনে নিজের হাত-পা বেঁধে ছবিটি স্ত্রীর কাছে পাঠিয়েছিল।
পুলিশ জানিয়েছে, ইদ্রিসকে আজ বুধবার চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে।