বিশ্বব্যাপী ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে এক বিশাল অগ্রগতির খবর এলো রাশিয়া থেকে। রাশিয়ার গামালিয়া রিসার্চ ইনস্টিটিউটের তৈরি ক্যানসারের টিকা আগামী সেপ্টেম্বর থেকেই বাজারে আসতে পারে বলে জানিয়েছেন সংস্থার পরিচালক আলেকজান্ডার গিন্টসবার্গ।
রুশ রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা রিয়া নভোস্তির সঙ্গে সাক্ষাৎকারে গিন্টসবার্গ জানান, এই টিকার চিকিৎসাক্ষেত্রে ব্যবহারের অনুমোদনের জন্য তারা ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেছেন। মন্ত্রণালয় আগস্টের শেষ নাগাদ এই অনুমোদন দেওয়ার ইঙ্গিত দিয়েছে।
কীভাবে কাজ করে টিকাটি?
এই টিকা মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ক্যানসার কোষ শনাক্ত ও ধ্বংস করার জন্য প্রশিক্ষিত করে। টিকার মূল উপাদান মানুষের শরীরে প্রবেশ করার পর খুব দ্রুত এই প্রক্রিয়াটি শুরু হয়ে যায়। ফলে, ক্যানসার কোষগুলি আর ছড়িয়ে পড়তে পারে না।
রাশিয়ার ক্যানসার গবেষণায় অগ্রগতি
গিন্টসবার্গ আরও জানান, রাশিয়ার অনেক সরকারি ও বেসরকারি কোম্পানি ক্যানসারের নতুন ওষুধ ও টিকা আবিষ্কারের দিকে মনোনিবেশ করছে। ফলে, চলতি বছরেই আরও কয়েকটি ক্যানসারের ওষুধ বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
বিশ্বের জন্য আশার আলো
রাশিয়ার এই অগ্রগতি ক্যানসার রোগীদের জন্য বিশ্বব্যাপী আশার আলো জ্বালিয়েছে। ক্যানসার এখনও একটি মারাত্মক রোগ হলেও, এই নতুন টিকার আবিষ্কারের ফলে এই রোগের চিকিৎসায় এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।