Tuesday, March 25, 2025

বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা

পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা ঘোষণা করেছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন। এই পদক্ষেপ দুই দেশের মধ্যে পর্যটন, শিক্ষা ও বাণিজ্যের মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

রোববার (২৬ জানুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে জানায়, শনিবার পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে হাইকমিশনার এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যা আরও জোরদার করার সময় এসেছে।

হাইকমিশনার বলেন, “এই উদ্যোগ উভয় দেশের মানুষের জন্য ভ্রমণ ও যোগাযোগ সহজ করবে। একইসঙ্গে এটি পর্যটন, শিক্ষা ও বাণিজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও উল্লেখ করেন, পাকিস্তানে বাংলাদেশি পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে এবং চট্টগ্রাম ও করাচির মধ্যে শিপিং রুট ব্যবহার করে বাণিজ্য চলছে। পাশাপাশি, খাইবার পাখতুনখাওয়ার স্বাস্থ্য ও শিল্প খাতে বিনিয়োগের বিশাল সুযোগের কথা তুলে ধরেন তিনি।

হাইকমিশনার ইকবাল হুসেইন বাংলাদেশের মতপ্রকাশের স্বাধীনতা এবং তরুণ প্রজন্মের সোশ্যাল মিডিয়া ব্যবহারের মাধ্যমে নিজেদের অধিকার প্রকাশের সক্ষমতার বিষয়েও আলোচনা করেন।

বাংলাদেশের আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “অর্থনৈতিক উন্নয়ন আমাদের প্রধান অগ্রাধিকার।” তিনি পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা বিশেষ করে বিমানবাহিনীর প্রশংসাও করেন।

অনলাইন ডেস্ক/আর কে-০২

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর