Saturday, December 6, 2025

যশোরে হ্যান্ডবলের প্রচারে নতুন উদ্যোগ: প্রীতি ম্যাচ আয়োজন

শহরের ক্রীড়া প্রেমিকদের জন্য এক আনন্দদায়ক দিন উপহার দিয়েছে যশোর। শুক্রবার শহরের মুসলিম একাডেমি মাধ্যমিক বিদ্যালয় মাঠে একটি হ্যান্ডবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচের মাধ্যমে হ্যান্ডবল খেলাকে জনপ্রিয় করার লক্ষ্যে একটি নতুন উদ্যোগের সূচনা হয়েছে।

ম্যাচটির উদ্বোধন করেন যশোরের বিশিষ্ট ক্রীড়া সংগঠক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় হ্যান্ডবল খেলোয়াড় এস এম শাহিনুর রহমান তপু, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য নিবাস হালদার ও মাসুদ রানা বাবু।

ক্রীড়া সংগঠক খাইরুল কবির চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সদস্য এ জেড এম সালেক, ক্রীড়া সংগঠক আকসাদ সিদ্দিকী শৈবাল, রায়হান সিদ্দিকী প্রবাল, আরিফিন সিদ্দিকী প্রমূখ উপস্থিত ছিলেন।

এই ম্যাচের মাধ্যমে যশোরে হ্যান্ডবল খেলার প্রতি যুব সমাজের আগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর