Wednesday, February 19, 2025

যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ড আবেদনে আর লাগবে না করোনা টিকার সনদ

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ড (স্থায়ী বাসিন্দা) আবেদনের জন্য আর করোনা টিকার সনদ জমা দিতে হবে না। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন এ ঘোষণা দিয়েছে। কোভিড-১৯ প্রমাণ-সংক্রান্ত যেকোনো নথি জমা দেওয়ার বাধ্যবাধকতা এখন থেকে মওকুফ করা হয়েছে।

বুধবার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) বিষয়টি নিশ্চিত করেছে। স্থায়ীভাবে বসবাস এবং বৈধভাবে কাজ করার অনুমতি পাওয়ার জন্য গ্রিনকার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি।

৪৭তম প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প একের পর এক কঠোর অভিবাসন নীতি বাস্তবায়ন করছেন। তিনি নথিপত্রহীন অভিবাসীদের বের করে দেওয়ার প্রক্রিয়া সম্প্রসারণ করেছেন। টানা দুই বছর বা তার বেশি সময় যুক্তরাষ্ট্রে বসবাসের প্রমাণ দেখাতে না পারা অভিবাসীরা এখন এই প্রক্রিয়ার আওতায় পড়বেন।

এছাড়া, ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরই জন্মসূত্রে নাগরিকত্ব সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন। এই আদেশের ফলে অবৈধ অভিবাসীদের সন্তানদের নাগরিকত্ব পাওয়া আরও কঠিন হয়ে পড়বে।

ট্রাম্প প্রশাসনের এসব সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন আনছে এবং অভিবাসী সম্প্রদায়গুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে।

- বিজ্ঞাপন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর