ভারতে কৃষক আন্দোলনে অংশ নেয়া হরিয়ানা রাজ্যের গুরুদুয়ারার ধর্মগুরু বাবা রাম সিং (৬৫) আত্মাহুতি দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে চাষিদের চলমান বিক্ষোভের ২১তম দিনে রাম সিং আত্মাহুতি দেন।তিনি নিজের গায়ে গুলি চালিয়ে আত্মাহুতি দেন (১৬ ডিসেম্বর) ।
বাবা রাম সিং মঙ্গলবার দিল্লি-সোনিপাত সীমান্তে কৃষক আন্দোলনে যোগ দেন। আত্মাহুতির আগে তিনি এক নোট লিখে গেছেন, নরেন্দ্র মোদি সরকারের অন্যায়ের বিরুদ্ধে রাগ-ক্ষোভ প্রকাশ করতেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন।
সোনিপাতের ডেপুটি পুলিশ কমিশনার শ্যাম লাল পুনিয়া জানান, গাড়ির ভেতরে নিজের গায়ে গুলি চালান বাবা রাম সিং। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত পানিপথের পার্ক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বাবা রাম সিংয়ের মরদেহ তার বাড়ি কার্নালে পাঠানো হচ্ছে। শুক্রবার তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। কৃষক নেতারা বলছেন, কৃষক বিদ্রোহে বাবা রাম সিংসহ এ পর্যন্ত ২৩ জন মারা গেলেন। প্রতিদিন গড়ে একজনের মৃত্যু হয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর ভারতে নতুন কৃষি সংস্কার বিল পাস হয়। এর একটির অধীনে ন্যায্যমূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ফসল কেনা বন্ধ করে দিতে পারবে সরকার। কৃষকদের আশঙ্কা এতে পাইকারি বাজারে চরম বিশৃঙ্খলা দেখা দেবে । এ নিয়ে ছড়ি ঘোরাবে বণিক শ্রেণি। এরপরই তা বাতিলের দাবিতে ‘দিল্লি চলো’ আন্দোলন শুরু হয়।
অনলাইন ডেস্ক







