লিবিয়ার বিচার বিভাগীয় পুলিশের প্রধান ওসামা নাজিমকে যুদ্ধাপরাধের অভিযোগে ইতালির তুরিন শহরে গ্রেফতার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারির পর এই গ্রেফতারি কার্যকর করা হয়। তবে পরে রোমের আপিল আদালত এই পরোয়ানাকে যথাযথ নয় বলে উল্লেখ করে তাঁকে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছে।
ওসামা নাজিম লিবিয়ার রাজধানী ত্রিপোলির মিটিগা আটক কেন্দ্রের পরিচালক ছিলেন। আটক থাকা সাবেক বন্দিরা তাঁর বিরুদ্ধে নিয়মিত নির্যাতন এবং ধর্ষণের মতো গুরুতর অপরাধের অভিযোগ করেছেন। ২০২২ সালে জাতিসংঘ লিবিয়ায় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছিল বলে জানিয়েছিল।
ইতালীয় সংবাদমাধ্যম লা রিপাব্লিকা জানিয়েছে, ইন্টারপোলের তথ্যের ভিত্তিতে তুরিনের একটি হোটেল থেকে ওসামা নাজিমকে গ্রেফতার করা হয়। অভিবাসী উদ্ধারকারী দাতব্য সংস্থা মেডিটেরানিয়া সেভিং হিউম্যানস জানায়, আইসিসির ব্যাপক তদন্ত এবং ভুক্তভোগীদের অভিযোগ ও সাক্ষ্যের ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছিল।
গ্রেফতারের পর মামলাটি ইতালির বিচার মন্ত্রণালয় এবং রোমের আপিল আদালতে পাঠানো হয়। তবে আপিল আদালত গ্রেফতারি পরোয়ানাকে যথাযথ নয় বলে মন্তব্য করে ওসামা নাজিমকে মুক্তি দেয়ার আদেশ দেয়।
অনলাইন ডেস্ক/আর কে-০৩