Saturday, December 6, 2025

কারাগারে বাবা, মা ছেড়ে চলে যাওয়ায় শিশুটির রাত কাটে কুকুরের সঙ্গে

ফুটপাতে কুকুরের সঙ্গে ঘুমাচ্ছে ছোট্ট একটি শিশু। ছেলেটির চেহারা ও পোশাক দেখে মনে হবে না সে আসলেই ফুটপাতে থাকে। তাইতো তাকে দেখে চমকে যান পথচারিরা; সোশ্যাল মিডিয়ায়ও ছড়িয়ে দেন সেই দৃশ্য।

ভারতের উত্তর প্রদেশের মুজফফর নগরের এ ঘটনা ব্যথিত করেছে অনেককেই। এ ছবি ভাইরাল হওয়ার পর ছেলেটির পরিচয়ও সামনে আসে।শিশুটির নাম অঙ্কিত। বয়স ৯ থেকে ১০ বছর। স্কুলেও ভর্তি হয়েছিল সে। কিন্তু ভাগ্য তাকে পথে নামিয়েছে। নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ডের কারণে তার বাবাকে কয়েকমাস আগে তার বাবাকে কারাদণ্ড দেয় আদালত।বাবা কারাগারে যাওয়ার পর তার মা পরকীয়ায় জড়িয়ে পড়ে। ছেলের সামনেই প্রেম করে বেড়াতো মা। অঙ্কিত কিছু বললেই, তাকে মারধর করতো নিয়মিত। শুধু মা-ই নয়, প্রেমিকও তাকে মারধর করতো। এক পর্যায়ে ছেলেকে রেখে চলে যায় অঙ্কিতের মা।বাবা ও মা বেঁচে থাকলেও অঙ্কিত এতিম। তাই ভাড়া বাসা ছাড়তে হয়েছে তাকে। স্কুলেও যাওয়ার সুযোগ নেই তার। তাই বাসা-বাড়ি, বন্ধু-বান্ধব ছেড়ে সে এখন আশ্রয় নিয়েছে ফুটপাতে। এ শিশুটি তার পরিবার বা বাড়ি ছাড়া কিছুই জানে না।অঙ্কিত একটি চায়ের দোকানেও কাজ করে। সেই উপার্জন দিয়েই নিজের এবং পোষা কুকুরের পেট ভরাতো। দোকান বন্ধ করার পর রাত কাটায় ফুটপাতেই। প্রচণ্ড শীতের রাতে তার সম্বল একটা চাদর আর সঙ্গী পোষা কুকুরটিই!ছবিটি ভাইরাল হওয়ার পর জেলা প্রশাসন পদক্ষেপ নেয়। শীর্ষ কর্মকর্তাদের নির্দেশে জেলা পুলিশ এ অসহায় শিশুকে খুঁজে পেয়েছিল। অঙ্কিত এখন শিশু ও মহিলা কল্যাণ বিভাগের তত্ত্বাবধানে রয়েছে।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর