খেলাধুলার জগতে পেশাদারিত্ব আসার পর জীবনযাত্রার মান বদলে গেছে ক্রীড়াবিদদের। মাঠের পারফরম্যান্সে কেউ হয়েছেন মহাতারকা, কেউবা কোটি কোটি টাকার মালিক। চলুন জেনে নিই বিশ্বের ধনী ফুটবলার ও শীর্ষ নারী ক্রীড়াবিদদের আয় সম্পর্কে।
ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বের সর্বোচ্চ বেতনভুক্ত ফুটবলার ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি ক্লাব আল-নাসরের সঙ্গে বছরে ২০০ মিলিয়ন ডলারের চুক্তি তাকে এনে দিয়েছে অভাবনীয় সাফল্য।
নারী ফুটবলারদের আয়ের তুলনা করলে তা পুরুষদের থেকে অনেক কম হলেও, শীর্ষ নারী তারকাদের উপার্জন নজর কেড়েছে। জার্মানির অনলাইন প্ল্যাটফর্ম স্ট্যাটিস্তার তথ্য মতে, ২০২৩ সালে শীর্ষস্থানীয় নারী ক্রীড়াবিদরা উল্লেখযোগ্য পরিমাণ আয় করেছেন।
অ্যালেক্স মরগান
মার্কিন তারকা অ্যালেক্স মরগান নারী ফুটবলের সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড়। গতি ও দক্ষতার জন্য বিশ্বব্যাপী পরিচিত এই ফরোয়ার্ড প্রতি বছর বেতন থেকে আয় করেন ০.৮ মিলিয়ন ডলার। স্পনসরশিপসহ তার মোট বার্ষিক আয় দাঁড়িয়েছে ৭.১ মিলিয়ন ডলারে।
অ্যালেক্সিয়া পুটেলাস
স্পেনের অ্যালেক্সিয়া পুটেলাস দুইবারের ব্যালন ডি’অর জয়ী। বার্ষিক আয়ের দিক থেকে তিনি দ্বিতীয় স্থানে আছেন, বছরে আয় করেন ৪ মিলিয়ন ডলার। দক্ষ মিডফিল্ডার হিসেবে বার্সেলোনার হয়ে একাধিক শিরোপা জিতেছেন এই তারকা।
ট্রিনিটি রডম্যান
বিভিন্ন পজিশনে অসাধারণ পারফর্ম করা ট্রিনিটি রডম্যান বছরে আয় করেন ২.৩ মিলিয়ন ডলার। বাস্কেটবল কিংবদন্তি ডেনিস রডম্যানের কন্যা ট্রিনিটি নারী ফুটবলে উদীয়মান এক নাম।
ক্রিস্টাল ডান
যুক্তরাষ্ট্রের জাতীয় দলের বহুমুখী প্রতিভা ক্রিস্টাল ডান বছরে আয় করেন ২ মিলিয়ন ডলার। মাঠে তার অভাবনীয় দক্ষতা তাকে সবার নজরে এনেছে।
সোফিয়া স্মিথ
তরুণ ফরোয়ার্ড সোফিয়া স্মিথও বছরে ২ মিলিয়ন ডলার আয় করে আলোচনায় এসেছেন। গতি ও গোল করার দক্ষতায় তিনি নারী ফুটবলে অন্যতম প্রতিশ্রুতিশীল নাম।
আয়ের বৈষম্য
পুরুষ ও নারী ক্রীড়াবিদদের আয়ের মধ্যে পার্থক্য এখনো বিশাল। রোনালদোর মতো তারকাদের আয়ের তুলনায় শীর্ষ নারী তারকাদের উপার্জন অনেক কম। তবুও নারী ক্রীড়াবিদদের ক্রমবর্ধমান আয় ও সাফল্য নতুন দিগন্তের ইঙ্গিত দিচ্ছে।







