Wednesday, February 19, 2025

ধর্ম অবমাননার অভিযোগে ইরানি গায়ক তাতালুকে মৃত্যুদণ্ড

ইরানের জনপ্রিয় গায়ক আমির হোসেন মাগসুদলু, যিনি ‘তাতালু’ নামে বেশ পরিচিত, তাকে মহানবী (সা.)-কে অবমাননার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

ধর্ম অবমাননাসহ বিভিন্ন অপরাধে পূর্ববর্তী পাঁচ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট প্রসিকিউটরের আপত্তি মেনে নিয়ে আদালত এই রায় দিয়েছে। ২০১৮ সাল থেকে ইস্তাম্বুলে বসবাসরত তাতালুকে ২০২৩ সালের ডিসেম্বরে তুর্কি পুলিশ ইরানের কাছে হস্তান্তর করে।

তাতালুর বিরুদ্ধে ‘পতিতাবৃত্তি’ প্রচারের জন্য ১০ বছরের কারাদণ্ড-ও দেয়া হয়েছিলো। ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ‘প্রচার’ এবং ‘অশ্লীল বিষয়বস্তু’ প্রকাশের অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছিলো। ২০১৭ সালে তিনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সাথে একটি বেমানান টেলিভিশন বৈঠক করেছিলেন।

উল্লেখ্য, ২০১৫ সালে তাতালু ইরানের পারমাণবিক কর্মসূচির সমর্থনে একটি গান প্রকাশ করেছিলেন।

- বিজ্ঞাপন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর