Sunday, September 28, 2025

ভুল চোখে অস্ত্রোপচারের ঘটনায় চিকিৎসক গ্রেপ্তার

ওয়েব ডিজাইন — ওয়ান-টাইম স্টার্টার

৫,০০০.০০৳ ২,৫০০.০০৳

১–৩ পেজ • রেসপনসিভ • Elementor Pro • কন্ট্যাক্ট ফর্ম • বেসিক অন-পেজ SEO • ২ রাউন্ড রিভিশন • ১০GB হোস্টিং • ফ্রি ডোমেইন (প্রথম বছর)

এখনই অর্ডার করুন
NS IT Web Solutions

রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ আই হসপিটালে শিশুর ভুল চোখে অস্ত্রোপচারের ঘটনায় হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ এবং স্ট্র্যাবিসমাস সার্জন ডা. শাহেদারা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ জানান, এ ঘটনায় শিশুটির বাবা মো. মাহমুদ হাসান বাদী হয়ে থানায় মামলা করেছেন।

মামলার বিবরণ অনুযায়ী, মঙ্গলবার বিকেলে শিশুটির বাম চোখে সমস্যার কারণে বাংলাদেশ আই হসপিটালে যান তার অভিভাবকরা। চিকিৎসক ডা. শাহেদারা বেগম শিশুটির বাম চোখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। তবে রাত সাড়ে ৮টার দিকে অস্ত্রোপচারের পর দেখা যায়, বাম চোখের পরিবর্তে ডান চোখে অস্ত্রোপচার করা হয়েছে। বিষয়টি জানালে ডা. শাহেদারা বেগম দুঃখ প্রকাশ করেন এবং পুনরায় বাম চোখে অস্ত্রোপচার করেন।

মামলার বাদী আরও অভিযোগ করেন, ডা. শাহেদারা বেগম ভুল চিকিৎসার বিষয়টি মৌখিকভাবে স্বীকার করলেও তা কোনো নথিতে লিপিবদ্ধ করেননি। পরে তিনি ও তার সহকর্মীরা হাসপাতাল ছেড়ে পালিয়ে যান।

এ ঘটনায় চিকিৎসা অবহেলা এবং দায়িত্বে গাফিলতির অভিযোগে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। শিশুটির পরিবার এ ঘটনায় ন্যায়বিচারের দাবি জানিয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর