মাহফুজুল ইসলাম মন্নু, লোহাগড়া, নড়াইল: নড়াইলের লোহাগড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আমাদা আদর্শ কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বুধবার দিনব্যাপী চলা এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের প্রতিভা প্রদর্শন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডা: এস এম আবুল হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গান, নাচ, কবিতা আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে দর্শকদের মন মাতিয়ে তোলে।
আগামী সোমবার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান পিঠা উৎসবের উদ্বোধন করবেন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।
এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে একতা, ভ্রাতৃত্ব ও সহযোগিতার भावना গড়ে তোলা হয়েছে।