Wednesday, February 19, 2025

প্রয়াগরাজে শুরু পৃথিবীর বৃহত্তম ধর্মীয় সমাবেশ মহা কুম্ভ মেলা

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের প্রয়াগরাজে (সাবেক আল্লাহাবাদ) শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ মহা কুম্ভ মেলা। প্রতি ১২ বছর পরপর অনুষ্ঠিত হওয়া এই ঐতিহাসিক মেলা আজ সোমবার থেকে শুরু হয়ে চলবে ছয় সপ্তাহব্যাপী।

হিন্দু ধর্মালম্বীদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ এই মেলার মূল আকর্ষণ হলো সঙ্গমে (গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর সংযোগস্থল) স্নান। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই পবিত্র নদীতে স্নান করলে পাপ মোচন হয় এবং মোক্ষ লাভের পথ সুগম হয়। আয়োজকরা জানিয়েছেন, মেলায় প্রায় ৪০ কোটি তীর্থযাত্রী যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।

প্রথম দিনে ৫০ থেকে ৮০ লাখ ভক্ত স্নান করবেন বলে ধারণা করা হচ্ছে, আর পরদিন এই সংখ্যা ২ কোটি ছাড়িয়ে যেতে পারে। মাহাত্ম্যের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য এই দিনটিতে ছাই মাখা ও ধূলিধূসরিত নগ্ন নাগা সন্ন্যাসীরাও অংশ নেবেন।

মেলার আয়োজন সফল করতে প্রয়াগরাজের তীরে ৪ হাজার হেক্টর জায়গায় বিশাল তাঁবুর শহর তৈরি করা হয়েছে। ৬৫০ কিলোমিটার অস্থায়ী রাস্তা নির্মাণের পাশাপাশি হাজার হাজার তাঁবু এবং শৌচাগার স্থাপন করা হয়েছে। প্রায় ৪০ হাজার পুলিশ ও নিরাপত্তাকর্মীসহ ১ লাখেরও বেশি মানুষ দিনরাত পরিশ্রম করছেন।

তবে প্রস্তুতিতে কিছু সমস্যা এখনো রয়ে গেছে। কিছু তাঁবুতে এখনো পানি ও বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা যায়নি এবং অনেক শৌচাগারও ব্যবহারের উপযোগী করা সম্ভব হয়নি। প্রয়াগরাজের প্রশাসনিক কর্মকর্তা বিবেক চতুর্বেদী জানিয়েছেন, মৌসুমি বৃষ্টির কারণে নির্মাণকাজ শুরু করতে দেরি হলেও প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।

মেলার অন্যতম আকর্ষণ নগ্ন নাগা সন্ন্যাসীরা। দীর্ঘদিন গোসল না করা এই সন্ন্যাসীরা মেলায় বরফ ঠান্ডা পানিতে ঝাঁপ দিয়ে গোসল করেন। হিন্দুদের বিশ্বাস, সন্ন্যাসীদের এই গোসলের মাধ্যমে পানির পবিত্রতা বৃদ্ধি পায়, যা সাধারণ ভক্তদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ।

মহাকাশ থেকেও দৃশ্যমান এই বিশাল আয়োজন শুধু ধর্মীয় আঙ্গিকেই নয়, বিশ্বজনীন এক অভূতপূর্ব মেলা হিসেবে সমাদৃত।

- বিজ্ঞাপন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর