Wednesday, February 19, 2025

লস অ্যাঞ্জেলস দাবানল: ভয়াবহ দুর্যোগে মৃতের সংখ্যা ২৪

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে দাবানল ভয়াবহ রূপ ধারণ করেছে। ইতিমধ্যে এই দুর্যোগে প্রাণ হারিয়েছেন ২৪ জন। ক্যালিফোর্নিয়ার আবহাওয়া অফিস সতর্ক করেছে যে প্রচণ্ড বাতাস দাবানলের বিস্তার আরও বাড়িয়ে তুলতে পারে।

তিনটি এলাকায় ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পালিসেইডস, ইটন এবং হার্স্ট এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। পালিসেইডসে ২৩ হাজার একর, ইটনে ১৪ হাজার একর এবং হার্স্টে ৭৯৯ একর এলাকা পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ইভাকুয়েশন জোন থেকে অধিবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে লুটপাটের অভিযোগে ২৯ জনকে আটক করা হয়েছে। দমকল প্রধানরা আশঙ্কা করছেন, বাতাসের গতি বাড়ার ফলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

দাবানল নিয়ন্ত্রণে আটটি রাজ্যের কর্মীসহ কানাডা ও মেক্সিকো থেকেও সহায়তা নেওয়া হচ্ছে। কিন্তু শুষ্ক বাতাস ও খরার কারণে আগুন সম্পূর্ণ নেভানো এখনো সম্ভব হয়নি। এ দুর্যোগে সারা লস অ্যাঞ্জেলসজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

কর্তৃপক্ষ অধিবাসীদের দ্রুত সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকার অনুরোধ জানিয়েছে। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক সহযোগীরা একযোগে কাজ চালিয়ে যাচ্ছে।

অনলাইন ডেস্ক/আর কে-০৩

- বিজ্ঞাপন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর