Friday, December 5, 2025

কক্সবাজার সৈকতে সাবেক কাউন্সিলরকে পরিকল্পিত হত্যা, রহস্যময় নারীর খোঁজ মেলেনি

কক্সবাজার সমুদ্রসৈকতের ঝাউবাগানে গুলি করে হত্যা করা হয় খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গোলাম রব্বানী টিপুকে (৫৪)। গত বৃহস্পতিবার রাতে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর থেকেই রব্বানীর সঙ্গে থাকা এক নারী নিখোঁজ, যিনি হত্যার কারণ উদঘাটনে গুরুত্বপূর্ণ সূত্র হতে পারেন।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা আগে গোলাম রব্বানী কক্সবাজার শহরের কলাতলী এলাকার গোল্ডেন হিল হোটেলে ওঠেন। হোটেলের রেজিস্ট্রারে তাঁর সঙ্গে এক নারীর নাম লিপিবদ্ধ রয়েছে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে ওই নারীর সঙ্গে হোটেল থেকে বের হন রব্বানী। রাত সাড়ে ৮টায় সিগাল হোটেলের সামনে ঝাউবাগানের কাঠের সেতুর মাথায় তাঁকে গুলি করা হয়।

র‍্যাব এই ঘটনায় খুলনা সিটির ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার এবং কক্সবাজার শহরের বাসিন্দা মেজবাউল হককে গ্রেপ্তার করেছে। দুজনের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলেও রোববার বিকেল পর্যন্ত শুনানি হয়নি।

পুলিশ ও তদন্ত সংশ্লিষ্টরা জানান, রব্বানীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাঁর মাথায় গুলি চালানো হয়। হত্যায় ব্যবহৃত নাইন এমএম পিস্তল মিয়ানমারে তৈরি। অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেছেন নিহতের ভগ্নিপতি মো. ইউনুস আলী শেখ।

তদন্তে জানা গেছে, রব্বানীকে খুলনা থেকে কৌশলে কক্সবাজারে এনে হত্যা করা হয়। পুলিশ এবং র‍্যাব ধারণা করছে, এ ঘটনায় মিয়ানমারের রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর হাত থাকতে পারে। একই সঙ্গে, খুলনাকেন্দ্রিক প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।

হত্যাকাণ্ডের সময় রব্বানীর সঙ্গে থাকা নারীকে খুঁজতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্ত সংশ্লিষ্টরা মনে করছেন, এই নারী হত্যার পেছনের মূল কারণ এবং অপরাধীদের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন।

এখন পর্যন্ত হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য এবং পরিকল্পনাকারীরা শনাক্ত হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখছে। নিহত রব্বানীর পরিবার খুলনাকেন্দ্রিক রাজনৈতিক ও ব্যবসায়িক গোষ্ঠীর বিরোধকে হত্যার পেছনের কারণ বলে সন্দেহ করছে।

হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে এখনো অপেক্ষা করতে হচ্ছে। তবে এই হত্যাকাণ্ড কক্সবাজারের পরিবেশ ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর