Wednesday, February 19, 2025

লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ন্ত্রণহীন, মৃতের সংখ্যা ১৬

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল ছয় দিনেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের আপ্রাণ চেষ্টার মধ্যেও আগুন নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। ঝোড়ো বাতাসের পূর্বাভাস আরও শঙ্কা বাড়িয়েছে।

গত মঙ্গলবার থেকে লস অ্যাঞ্জেলেসে ছয়টি আলাদা দাবানল ছড়িয়ে পড়ে। এর মধ্যে চারটি এখনো সক্রিয় রয়েছে। সবচেয়ে ভয়াবহ প্যালিসেইডস দাবানল ইতোমধ্যেই ২৩ হাজার একর এলাকা গ্রাস করেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, দাবানলটি মাত্র ১১ শতাংশ নিয়ন্ত্রণে আনা গেছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা টড হপকিনস জানিয়েছেন, প্যালিসেইডস দাবানল মালিবু ও সান্তা মোনিকা থেকে ছড়িয়ে মান্ডেভিল ক্যানিয়ন ও ব্রেন্টউড এলাকার দিকে এগোচ্ছে। ব্রেন্টউডে মিডিয়া জগতের তারকারা বসবাস করেন। আগুন সান ফার্নান্ডো এলাকাতেও ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে।

লস অ্যাঞ্জেলেসের পূর্বাঞ্চলে এটন দাবানলসহ এই দুই দাবানলে এখন পর্যন্ত ১৪৫ বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে, যা নিউইয়র্কের ম্যানহাটনের আয়তনের আড়াই গুণ। ছয় দিনের দাবানলে ১২ হাজার অবকাঠামো ধ্বংস হয়েছে এবং আরও ৫৭ হাজার ঝুঁকির মুখে। এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে ১ লাখ ৫৩ হাজার বাসিন্দাকে, আর ১ লাখ ৬৬ হাজার বাসিন্দাকে সতর্ক থাকতে বলা হয়েছে।

শনিবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা ১৬ এবং নিখোঁজ অন্তত ১৩ জন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘরে ঘরে তল্লাশি চালালে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

বিদ্যুৎ সরবরাহে কিছুটা উন্নতি হলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। বিদ্যুৎবিচ্ছিন্ন গ্রাহকের সংখ্যা ৫০ হাজার, যা কয়েক দিন আগেও ছিল ৫ লাখের বেশি।

এরই মধ্যে লুটপাটের ঘটনাও ঘটেছে। ফায়ার সার্ভিসের সদস্য সেজে লুটপাট করার অভিযোগে দুইজনসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। লস অ্যাঞ্জেলেস পুলিশের ক্যাপ্টেন মাইক লরেঞ্জ জানিয়েছেন, এসব ঘটনা উদ্বেগজনক এবং সংখ্যা বাড়তে পারে।

দাবানল নিয়ন্ত্রণে ক্যালিফোর্নিয়ার পাশাপাশি আশপাশের সাতটি অঙ্গরাজ্য, কানাডা ও মেক্সিকো থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা সহায়তা দিচ্ছেন। তবুও প্রতিকূল আবহাওয়ার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে।

লস অ্যাঞ্জেলেসের দাবানল শুধু ধ্বংসযজ্ঞ চালাচ্ছে না, মানুষের জীবন ও নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় ও আন্তর্জাতিক সমন্বিত উদ্যোগের বিকল্প নেই।

- বিজ্ঞাপন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর