যশোর জিলা স্কুলের ১৮৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম, এবং জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দেবনাথ, জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক (দিবা) জামাল উদ্দীন, সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী) সেলিম রেজা এবং সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম খান।
ক্রীড়া প্রতিযোগিতায় ৭৮টি ইভেন্টে ২৩৪ জন বিজয়ী ছাত্রের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিকেলে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
এই ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের মেধা ও শারীরিক সক্ষমতা বিকাশে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।