Saturday, January 25, 2025

অন্ধ্রপ্রদেশে শ্রীভেঙ্কটেশ্বর মন্দিরের টিকিট সংগ্রহে হুড়োহুড়ি, পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিখ্যাত শ্রীভেঙ্কটেশ্বর মন্দিরে টিকিট সংগ্রহকে কেন্দ্র করে সৃষ্ট হুড়োহুড়িতে পদদলিত হয়ে ছয়জনের করুণ মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় মন্দির থেকে কয়েক কিলোমিটার দূরে একটি স্কুলের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

আগামীকাল ১০ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত মন্দির পরিদর্শনের শুভ সময় ঘোষিত হওয়ায় হাজারো ভক্ত আগেভাগেই বিনামূল্যে টিকিট সংগ্রহ করতে ভিড় জমায়। প্রত্যক্ষদর্শীরা জানান, টিকিট সংগ্রহের ফটক খোলার পর প্রায় ২,৫০০ মানুষ একযোগে ভেতরে ঢোকার চেষ্টা করে, তখনই পদদলিত হওয়ার ঘটনা ঘটে।

ডিস্ট্রিক্ট কালেক্টর এস ভেঙ্কটেশ্বর জানান, মানুষের অতিরিক্ত ভিড় এবং বিশৃঙ্খলা থেকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ডজনখানেককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

২০০ বছরের পুরোনো তিরুপতি মন্দিরের তদারকির দায়িত্বে থাকা টিটিডি ট্রাস্ট এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। তারা জানিয়েছে, ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিদিন ৩০০ রুপি মূল্যের এই টিকিট সাধারণত অনলাইনে বিক্রি করা হয়। তবে বিনামূল্যে বিতরণ কার্যক্রম শুরু হলে, হাজারো মানুষ নির্ধারিত স্থান ও সময়ে জড়ো হয়। এমন বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা এবং ভিড় নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর