Saturday, December 6, 2025

উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রায় খালেদা জিয়া, নেতা-কর্মীদের আবেগঘন বিদায়

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। আজ রাত সোয়া আটটার দিকে তিনি গুলশানের বাসা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। এ সময় রাস্তার দুই পাশে বিএনপির হাজারো নেতা-কর্মী ভিড় করেন এবং স্লোগানে স্লোগানে তাঁকে বিদায় জানান।

কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাত্রা

রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন। বিএনপি সূত্রে জানা গেছে, লন্ডনে পৌঁছে তাঁকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। প্রাথমিক চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে লিভার প্রতিস্থাপনের জন্য বিশেষায়িত চিকিৎসা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

পরিবার ও রাজনীতির আলোচনায় বড় ছেলে তারেক রহমানের সঙ্গে পুনর্মিলন

লন্ডনে দীর্ঘ সাত বছর পর বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে খালেদা জিয়ার দেখা হবে। এই পুনর্মিলনের সময় উপস্থিত থাকবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জায়মা জারনাজ রহমান। পারিবারিক এই সাক্ষাতে দেশ, দল এবং ভবিষ্যৎ রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দীর্ঘ রোগযাত্রার ইতিহাস

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। ২০১৮ সালে দুর্নীতির মামলায় কারাদণ্ডপ্রাপ্ত হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। বেশ কয়েকবার তিনি জীবনমৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছান।

২০২৩ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকেরা খালেদা জিয়ার শরীরে রক্তনালিতে সফল অস্ত্রোপচার করেন। বর্তমানে চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর লিভার প্রতিস্থাপন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

মুক্তি এবং ভবিষ্যৎ পরিকল্পনা

৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়ার মুক্তি মেলে। আদালত দুর্নীতির দুটি মামলার রায় বাতিল করেন। চিকিৎসা শেষে লন্ডনে কিছুদিন অবস্থান করে তিনি সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে পারেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

জনদুর্ভোগ এড়ানোর চেষ্টা

বিমানবন্দর সড়কের দুই পাশে নেতা-কর্মীদের ঢলে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। ঢাকা মহানগর বিএনপি নেতা-কর্মীদের সুশৃঙ্খলভাবে ফুটপাতে থাকার নির্দেশ দিলেও অনেকেই রাস্তায় নেমে আসেন। ফলে জনদুর্ভোগ এড়ানো সম্ভব হয়নি।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর